ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
পটুয়াখালীতে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, চারটি অটোরিক্সা উদ্ধার
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
  • ২০২৩-০৬-২৭ ০০:১৪:৪৬

পটুয়াখালীতে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার সহ চারটি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কিন্তু গদিতে মাথায় সোমবার পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং ২৮। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ২২ জুন শহরের কলাতলা এলাকায় বাইতুল ইমাম জামে মসজিদের সামনে থেকে নুরুজ্জামান খাঁ নামের এক ব্যাক্তির অটোরিক্সা চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে হুমায়ুন  কবির নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বগা বন্দরের মোঃ শামীম, মোঃ লিমন মীর, মোঃ আলাল সিকদার, মোঃ হাসান সিকদার, মোঃ হারুন মৃধা ও ভবোরঞ্জন বৈরাগীকে গ্রেফতার করা হয়। এসময় ভবোরঞ্জন বৈরাগীর গ্যারেজ থেকে একটি, হারুনের নিকট থেকে দুইটি এবং লাউকাঠি এলাকা থেকে একটিসহ মোট চারটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়। গেফতারকৃতরা অটোরিক্সা চুরি ও চোরাই অটোরিক্সা বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছিল। গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ