কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা আটক
- কক্সবাজার প্রতিনিধিঃ
-
২০২৩-০৬-১৭ ১৩:১৩:৪৭
- Print
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘সন্ত্রাসী গোষ্টির কাছে সরবরাহকালে’ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার সন্ধ্যায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনে এ অভিযান চালানো হয়।
আটকরা হল- উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৩৬ ব্লকের রশিদ উল্লাহ’র ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) এবং কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০)।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার সন্ধ্যায় উখিয়া উপজেলার কোটবাজার স্টেশন দিয়ে রোহিঙ্গা আশ্রয় শিবিরে সন্ত্রাসী গোষ্টির কাছে একটি আগ্নেয়াস্ত্রের চালান পাচারের খবরে পুলিশের একটি দল অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে সন্দেহজনক একটি অটোরিকশা সেখানে পৌঁছালে থামানো হয়। পরে গাড়ীটি তল্লাশী চালিয়ে পাওয়া যায় দেশিয় তৈরী দুইটি বন্দুক এবং ৫০ টি গুলি। এসময় গাড়ীতে থাকা দুই যুবককে আটক করা হয়।
“ আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রামু উপজেলার জোয়ারিয়ারনালা থেকে অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাচার করছিল। পরে তারা ওই অস্ত্রের চালান রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্টির কাছে সরবরাহ করার কথা ছিল। “
ওসি বলেন, “ আটকরা আগেও কয়েকটি অস্ত্রের চালান সন্ত্রাসী গোষ্টির কাছে সরবরাহ করেছিল। তারা রোহিঙ্গা আশ্রয় শিবির কেন্দ্রিক কোন সন্ত্রাসী গোষ্টির সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।