ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৫-০৪ ০৫:৫২:১১
দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টার দিকে পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিম পাড়ার মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) ও নীলফামারীর জলঢাকা কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে সুশান্ত চন্দ্র রায় (৩৮)। পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে একটি মোটরসাইকেল যোগে রেলক্রসিং পার হচ্ছিল তারা। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এলাকার প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী