দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
শাহ্ আলম শাহী, দিনাজপুর ||
২০২৩-০৫-০৪ ০৫:৫২:১১
দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টার দিকে পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিম পাড়ার মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) ও নীলফামারীর জলঢাকা কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে সুশান্ত চন্দ্র রায় (৩৮)।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনিসংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে একটি মোটরসাইকেল যোগে রেলক্রসিং পার হচ্ছিল তারা। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
এলাকার প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357