ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য বিশেষ নামাজ আদায় ও মোনাজাত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৪-১৯ ১২:৩০:১৪

তীব্র গরমে অতিষ্ঠ  হয়ে পড়েছে জনজীবন । এমন অবস্থায় অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধি ও অনাবৃষ্টির কারনে জনজীবন ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এই তাপদাহ থেকে মুক্তি এবং  বৃষ্টির জন্য দিনাজপুরে  বিশেষ নামাজ সালাতুল ইস্তিসেক্কা আদায় ও মোনাজাত করা হয়েছে । 

আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে দিনাজপুর রামনগর ফুটবল খেলার মাঠে সালাতুল ইস্তিসেক্কা ও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়। 

এ নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন দিনাজপুর বিরল সংকরপুর জামে মসজিদের  খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মোয়াখির। 

রামনগর যুবসমাজের আয়োজনে এই সালাতুল ইস্তিসেক্কা  ও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। নিধারিত সময়ের আগ থেকে ধর্মপ্রায় মুসল্লিরা এই সালাতুল ইস্তিসেক্কা  আদায়ের জন্য জমা হতে থাকেন। দুই রাকাত নফল নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

গত এক সপ্তাহ ধরে টানা তাপদাহে পুড়ছে দিনাজপুর সহ আশেপাশের এলাকার মানুষ আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়।  নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহতালার কাছে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লির দুই উচু করে আল্লাহ নিকট আওয়াজ করে চোখের পানি ছেড়ে দিয়ে  তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। 

নবী ও রাসুলের জামানায় এই রকম বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ নামাজ ও মোনাজাত করা হত। আল্লাহতালা খুজি হয়ে রহমতের বৃষ্টি দিয়েছেন। সেই সুন্নাহ আমরাও ালণ করলাম মাত্র। 

একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়। এ নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন দিনাজপুর বিরল সংকরপুর জামে মসজিদের  খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মোয়াখির। 

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু