ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ওসাকার উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা
  • ২০২৩-০৪-১৪ ০৫:০৪:০৯
সাম্প্রতিককালে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ও ভয়াবহকতা পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে । অগ্নিকাণ্ডের কারণে প্রাণহানির পাশাপাশি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পরেছে অনেক মানুষ । অগ্নিকাণ্ড মোকাবেলায় ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ ) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাবনার স্বনামধন্য বে - সরকারী উন্নয়ন সংস্থা ওসাকা বাস্তবায়নাধীন পেইজ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক উপ প্রকল্প বাস্তবায়ন করছে । উপ - প্রকল্পের আওতায় ১২ এপ্রিল ২০২৩ বুধবার শহরের চর সাধুপাড়ায় গার্মেন্টস এলাকায় অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের ক্ষুদ্র উদ্যোগের কর্ম পরিবেশ উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোগে কর্মরত শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রচলন করা । তারই ধারাবাহিকতায় পাবনা অঞ্চলের ঐতিহ্য হোসিয়ারি তথা মিনি রেডিমেড গার্মেন্টস পল্লী সাধুপাড়ায় একটি অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত মহড়ায় পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারাস গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান জিতু, প্রকল্প ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, মোঃ মেহেদী হাসান পরিবেশ কর্মকর্তা , বিশিষ্ট ব্যবসায়ী আলাল হোসেন, আব্দুল আজিজ, রাজু, সুজনসহ কয়েক শত ব্যবসায়ি ও কারিগর উপস্থিত ছিলেন । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনার সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল মহড়াটি পরিচালনা করেন। এ সময় অনেক ব্যবসায়ি ও পোশাক শ্রমিক বালু ,পানি ও ফায়ার এস্টিম গুইশার ব্যবহার করে হাতে কলমে দুর্যোগকালীন আগুন নেভানো কৌশল রপ্ত করেন । মহড়া শেষে সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ জাকির হোসেন ও পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারাস গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান জিতু আলোচনায় অংশগ্রহণ করেন। এবং সকল স্তরের জনসাধারণকে দূযোগকালীন সময় সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী