ওসাকার উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর কবীর হৃদয়, পাবনা || ২০২৩-০৪-১৪ ০৫:০৪:০৯

image
সাম্প্রতিককালে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ও ভয়াবহকতা পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে । অগ্নিকাণ্ডের কারণে প্রাণহানির পাশাপাশি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পরেছে অনেক মানুষ । অগ্নিকাণ্ড মোকাবেলায় ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ ) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাবনার স্বনামধন্য বে - সরকারী উন্নয়ন সংস্থা ওসাকা বাস্তবায়নাধীন পেইজ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক উপ প্রকল্প বাস্তবায়ন করছে । উপ - প্রকল্পের আওতায় ১২ এপ্রিল ২০২৩ বুধবার শহরের চর সাধুপাড়ায় গার্মেন্টস এলাকায় অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের ক্ষুদ্র উদ্যোগের কর্ম পরিবেশ উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোগে কর্মরত শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রচলন করা । তারই ধারাবাহিকতায় পাবনা অঞ্চলের ঐতিহ্য হোসিয়ারি তথা মিনি রেডিমেড গার্মেন্টস পল্লী সাধুপাড়ায় একটি অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত মহড়ায় পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারাস গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান জিতু, প্রকল্প ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, মোঃ মেহেদী হাসান পরিবেশ কর্মকর্তা , বিশিষ্ট ব্যবসায়ী আলাল হোসেন, আব্দুল আজিজ, রাজু, সুজনসহ কয়েক শত ব্যবসায়ি ও কারিগর উপস্থিত ছিলেন । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনার সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল মহড়াটি পরিচালনা করেন। এ সময় অনেক ব্যবসায়ি ও পোশাক শ্রমিক বালু ,পানি ও ফায়ার এস্টিম গুইশার ব্যবহার করে হাতে কলমে দুর্যোগকালীন আগুন নেভানো কৌশল রপ্ত করেন । মহড়া শেষে সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ জাকির হোসেন ও পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারাস গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান জিতু আলোচনায় অংশগ্রহণ করেন। এবং সকল স্তরের জনসাধারণকে দূযোগকালীন সময় সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com