ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হিলিতে অতিরিক্ত গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোব
  • মুসা মিয়া, হিলি
  • ২০২৩-০৪-১২ ১২:০৬:১৪

অতিরিক্ত গরমে দিনাজপুরের হিলিতে হঠাৎ ডায়রিয়ার প্রকোব বেড়েছে। এছাড়াও পেটব্যাথা, সর্দিকাশি ও শ্বাসকষ্টের রোগী ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, প্রতিদিন গড়ে ১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এছাড়াও বহি:বিভাগে পেটব্যাথা, সর্দিকাশি, জ্বর ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে গড়ে ১৫০ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।
 
অতিরিক্ত গরম ও ইফতারিতে ভাজাপোড়া খাওয়া করনেই অসুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। মহিলা ওয়ার্ডে ভর্তি আরজিনা বেগম বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দু’দিন থেকে ভর্তি আছি। ডাক্তার স্যালাইন ও ওষধ দিয়েছে। এখন অনেকটাই সুস্থ আছি। 

আনোয়ারা খাতুন জানান, একদিন আগে ৪ বছর বয়সী ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দত্ত জানান, গত কয়েকদিন থেকে প্রচন্ড রোদ গরম সেই সাথে ইফতারিতে বাহিরের খাবার খাওয়ার জন্যেই ডায়রিয়া ও অন্যান্য রোগীর চাপ বেড়েছে। রোগীকে চিকিৎসার পাশাপাশি ইফতারিতে ভাজা পোড়া না খাওয়া, হাত ভালোভাবে পরিষ্কার করা ও প্রচুর পানি পানে পরামর্শ দেওয়া হচ্ছে।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু