ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-০৪-০৫ ০২:৩৫:৫১

ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি হল রুমে ঘন্টা ব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: শাহজাহান. অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা, টিটিসি এর অধ্যক্ষ মো: আখতারুজ্জামান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান নূরুল আলম ,নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেনসহ অভিবাসী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তরা বলেন বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিরা দেশের বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান থেকে কাজ শিখে বৈধ পথে বিদেশ গেলে প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর এ কারনে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের প্রতিটি বিষয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়া দরকার।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী