ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি হল রুমে ঘন্টা ব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: শাহজাহান. অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা, টিটিসি এর অধ্যক্ষ মো: আখতারুজ্জামান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান নূরুল আলম ,নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেনসহ অভিবাসী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তরা বলেন বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিরা দেশের বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান থেকে কাজ শিখে বৈধ পথে বিদেশ গেলে প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর এ কারনে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের প্রতিটি বিষয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়া দরকার।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com