ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
ভোলায় দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে যুবক খুন। ৪ জন গ্রেফতার
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৩-২৮ ০৯:২০:২৫

ভোলা সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের চর নন্দনপুর গ্রামে দুই সহোদর ভাইয়ের দ্বন্দ্বের জেরে তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক যুবক খুন হয়েছে। খুন হওয়ার ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাত পর্যন্ত পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। আজ দুপুরে তাদেরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চর নন্দনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা যায়।

মঙ্গলবার সকালে নিহত বাবুর বোন শিখা বেগম বাদী হয়ে ১১ আসামির নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বেশ কয়েকজন অজ্ঞাত আসামিও রয়েছে।
গ্রেফতার হওয়া চার আসামি হলেন- সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো. হারুন, রনি, কামরুল ইসলাম ও মো. নিজাম উদ্দিন।

বাবু একই উপজেলা ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের চর নন্দনপুর গ্রামের মৃত হেলাল হাওলাদারের ছেলে এবং এক কন্যা সন্তানের জনক। তিনি পেশায় দিনমজুর ছিলেন। দু'গ্রুপের মধ্যে বাবু ছিলেন হেলাল উদ্দিন মেম্বার গ্রুপের সমর্থক। আত্মীয়তার সম্পর্কে বাবু হেলাল উদ্দিনের ভাতিজা।এ ঘটনায় মো. আলী আকবর (৩০) নামে অপর এক যুবক আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।

মামলার বিবরণ ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, দীর্ঘ কয়েকবছর যাবত রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মো. হেলাল মেম্বার ও আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। হেলাল ও আলাউদ্দিন সহোদর ভাই। এছাড়াও হেলাল শ্যামপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। হেলাল ও আলাউদ্দিন ব্যতীত কবির মঞ্জু নামে আরেকটি গ্রুপ রয়েছে। সেই গ্রুপটি আলাউদ্দিন গ্রুপটিকে সমর্থন দিত।

দীর্ঘ কয়েকবছর যাবত দুই সহোদর ভাইয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলমান ছিল। এরই জের ধরে সোমবার রাতে দু'গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষে বাবু গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঘন্টাখানেকর মধ্যে বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।বাবুর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে ধারনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ