ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএসএফকে বিজিবি'র মিষ্টি উপহার
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-২৬ ০৬:৩৮:৪৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ রবিবার (২৬ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় মিষ্টি উপহার দিয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইউকে পিলাইয়ের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান,বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার বি এম মাহবুবুর রহমান। এসময় বিএসএফ-এর পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে দুই বাহিনীর পক্ষে একে অপরের কুশল বিনিময় করেন। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও বিভিন্ন ক্যাম্প কমান্ডারের জন্য সর্বমোট ৫ প্যাকেট মিষ্টি উপহার দেয় বাংলাদেশ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ