স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএসএফকে বিজিবি'র মিষ্টি উপহার

শাহ্ আলম শাহী, দিনাজপুর || ২০২৩-০৩-২৬ ০৬:৩৮:৪৬

image
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ রবিবার (২৬ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় মিষ্টি উপহার দিয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইউকে পিলাইয়ের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান,বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার বি এম মাহবুবুর রহমান। এসময় বিএসএফ-এর পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে দুই বাহিনীর পক্ষে একে অপরের কুশল বিনিময় করেন। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও বিভিন্ন ক্যাম্প কমান্ডারের জন্য সর্বমোট ৫ প্যাকেট মিষ্টি উপহার দেয় বাংলাদেশ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com