ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে সংঘবদ্ধ চক্রের গুলিতে নিহত ২, আহত ১
  • কক্সবাজার প্রতিনিধি
  • ২০২৩-০৩-২১ ১০:২৮:২১

সংঘবদ্ধ চক্রের ছোড়া অবৈধ বন্দুকের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাস্থলে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো এক রোহিঙ্গা। 

২১ মার্চ রাত ১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পের তাজনিমারখোলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।  নিহতরা হলেন, ক্যাম্পটির জি-৪ ব্লকের বাসিন্দা মাহমুদ হাসানের পুত্র মো: রফিক এবং আলীর পুত্র মো: রফিক। গুরুতর আহত একই ব্লকের বাসিন্দা মো: হাসান বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 
জানা গেছে, ২১ মার্চ রাত ১ টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী চক্র উল্লিখিত ৩ রোহিঙ্গাদের অতর্কিত গুলিবর্ষণ করলে ঘটাস্থলেই ২ জন মারা যায়। 

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পূর্বশত্রুতার জের ধরে এই ডাবল মার্ডারের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ