সংঘবদ্ধ চক্রের ছোড়া অবৈধ বন্দুকের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাস্থলে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো এক রোহিঙ্গা।
২১ মার্চ রাত ১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পের তাজনিমারখোলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতরা হলেন, ক্যাম্পটির জি-৪ ব্লকের বাসিন্দা মাহমুদ হাসানের পুত্র মো: রফিক এবং আলীর পুত্র মো: রফিক। গুরুতর আহত একই ব্লকের বাসিন্দা মো: হাসান বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ২১ মার্চ রাত ১ টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী চক্র উল্লিখিত ৩ রোহিঙ্গাদের অতর্কিত গুলিবর্ষণ করলে ঘটাস্থলেই ২ জন মারা যায়।
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পূর্বশত্রুতার জের ধরে এই ডাবল মার্ডারের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com