ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ভোরের সাথীর আনন্দ ভ্রমনে শহরের বিশিষ্টজনদের মিলনমেলা
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০২-২০ ০৯:৫২:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় বৈচিত্রপূর্ন আয়োজনে পিকনিক করলো শহরের লোকনাথ দিঘীর পাড়ে প্রাত: ও বৈকালিক ভ্রমনকারীদের সংগঠন ভোরের সাথী। এতে বড় দু’দলের জেলার শীর্ষ রাজনীতিবিদরা যোগ দেন। গত ১৮ই ফেব্রুয়ারী  সমাজ সেবার রেজিষ্ট্রেশনভূক্ত এই সংগঠনটি তাদের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজন করে আনন্দ ভ্রমনের। প্রায় ৭’শ মানুষ যোগ দেন তাতে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের শ্রীমঙ্গলে মাধবীলতা রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে লাঠি খেলা হয় লোকনাথ ময়দানে। এরপর লাঠিখেলার দল ও ঘোড়া নিয়ে করা হয় আনন্দ শোভাযাত্রা। শ্রীমঙ্গলে রিসোর্টে ফ্লোরা, শাহজাহান ও শাহজাদার গানের সাথে নাচে মাতোয়ারা হন অংশগ্রহনকারী তরুন-যুবকরা। পরে দেড়শো জনের মধ্যে র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরন করা হয়। ভোরের সাথীর সভাপতি আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক মেয়র মো: হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগ সভাপতি শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, বিশিষ্ট আইনজীবি সৈয়দ তানভীর কাউছার, আশুগঞ্জ সদরের সাবেক ইউপি চেয়ারম্যান মো: সালাউদ্দিন ও  ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরনের আগে ভোরের সাথীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নাজমুল হককে স্মরন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বিটিভি’র সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আল আমিন শাহিন।

 ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
নীলফামারী জেলা দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন
খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানা, জলোচ্ছ্বাসের শঙ্কা