ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সীমান্ত সম্মেলনে যোগ দিতে আখাউড়া দিয়ে বিজিবি’র প্রতিনিধি দলের আগরতলা গমন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১২-০৭ ০৯:৩২:১১
বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরহ্মী বাহিনীর আঞ্চলিক কমান্ডার পর্যায়ের বৈঠকে যোগ দিতে ১৩ সদস্যের বিজিবির প্রতিনিধি দল আগরতলায় গিয়েছে। বুধবার সকালে আখাউড়া-আগরতলা চেকপোষ্টের জিরো পয়েন্টে প্রতিনিধি দলকে স্বাগত জানান, বিএসএফ গকোলনগরের ডিআইজি রাজেশ কুমার কানওয়ার। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও চট্টগ্রাম রিজিওন কমান্ডার তানভীর গণী চৌধুরী দলের নেতৃত্ব দিচ্ছেন। বিজিবি চট্টগ্রাম রিজিওন কমান্ডার ও বিএসএফ ত্রিপুরার ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে তিন দিনের এই বৈঠক আগরতলায় হবে। বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ বৃদ্ধি, সীমান্তে যৌথ টহল জোরদার, চোরাচালান প্রতিরোধ ও অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ দলের দলনেতা বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও চট্টগ্রাম রিজিওন কমান্ডার তানভীর গণী চৌধুরী সাংবাদিকদের বলেছেন, এটি রুটিন বৈঠক। যা বছরে দুই বার হয়। দ্বি পাহ্মিক এই বৈঠক হবে তিন দিনের। বিজিবির রিজিওন কমান্ডার ও বিএসএফ ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে। আমাদের কিছু এজেন্ডা আছে তাদেরও আছে। আশা করছি বৈঠক ফলপ্রসূ হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী