সীমান্ত সম্মেলনে যোগ দিতে আখাউড়া দিয়ে বিজিবি’র প্রতিনিধি দলের আগরতলা গমন

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া || ২০২২-১২-০৭ ০৯:৩২:১১

image
বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরহ্মী বাহিনীর আঞ্চলিক কমান্ডার পর্যায়ের বৈঠকে যোগ দিতে ১৩ সদস্যের বিজিবির প্রতিনিধি দল আগরতলায় গিয়েছে। বুধবার সকালে আখাউড়া-আগরতলা চেকপোষ্টের জিরো পয়েন্টে প্রতিনিধি দলকে স্বাগত জানান, বিএসএফ গকোলনগরের ডিআইজি রাজেশ কুমার কানওয়ার। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও চট্টগ্রাম রিজিওন কমান্ডার তানভীর গণী চৌধুরী দলের নেতৃত্ব দিচ্ছেন। বিজিবি চট্টগ্রাম রিজিওন কমান্ডার ও বিএসএফ ত্রিপুরার ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে তিন দিনের এই বৈঠক আগরতলায় হবে। বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ বৃদ্ধি, সীমান্তে যৌথ টহল জোরদার, চোরাচালান প্রতিরোধ ও অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ দলের দলনেতা বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও চট্টগ্রাম রিজিওন কমান্ডার তানভীর গণী চৌধুরী সাংবাদিকদের বলেছেন, এটি রুটিন বৈঠক। যা বছরে দুই বার হয়। দ্বি পাহ্মিক এই বৈঠক হবে তিন দিনের। বিজিবির রিজিওন কমান্ডার ও বিএসএফ ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে। আমাদের কিছু এজেন্ডা আছে তাদেরও আছে। আশা করছি বৈঠক ফলপ্রসূ হবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com