ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীর ‘বাফলা বিল’ উন্মুক্ত রাখার দাবীতে মানববন্ধন
  • নূর আলম, নীলফামারী
  • ২০২২-১১-১৯ ০৯:৪০:৫৮

নীলফামারীর কিশোরগঞ্জে ‘বাফলা বিল’ উন্মুক্ত রাখার দাবীতে মানববন্ধন করেছেন সহ¯্রাধিক জেলা পরিবারের মানুষ।

শনিবার দুপুরে উপজেলার রণচন্ডি ইউনিয়নের বাফলা বিল এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উল্লেখ করা হয় ‘বাফলা বিল’ সরকারী ভাবে ইজারা গ্রহণ করে প্রায় ছয়’শ জেলে পরিবার মাছ উৎপাদন করে জীবীকা নির্বাহ করে আসছে।

কিছুদিন পুর্বে স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আমজাদ হোসেন ভূয়া কাগজ পত্র তৈরি করে বিলটি দখলে নিয়ে জেলেদের সেখানে নামতে দিচ্ছে না এমনকি মাছ চাষও বন্ধ করে দিয়েছে। কেউ সেখানে গেলে তাকে অকথ্য নির্যাতন এমনকি মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছে। অবিলম্বে ভুমিদস্যুর হাত থেকে বিলটি রক্ষা করে আবারো উন্মুক্ত রাখার দাবী জানান জেলেরা।  মানববন্ধন সমাবেশে দক্ষিণ বাফলা মৎসজীবী সমবায় সমিতি ও হলাইপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

এতে চাঁদ কিশোর রায়, আব্দুর রহমান, আজাদ আলী, রথি কান্ত রায় প্রমুখ বক্তব্য দেন। 

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু