ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
  • জসিম উদ্দিন বিজয়, সাভার
  • ২০২২-১১-১৯ ০৯:২৯:৪০

মাইগ্রেশনের দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, নাইটিংগেল মেডিকেল কলেজের বিএমডিসির অনুমতি নেই। এজন্য তারা অন্যত্র মাইগ্রেন করতে গেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি রিট করে। ফলে তারা মাইগ্রেন করতে পারছে না। এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু