ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের সম্মেলন পদের লড়াইয়ে নারী
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১১-০৯ ০৯:৪১:০২

জেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে সরগরম ব্রাহ্মণবাড়িয়া। পদের লড়াইয়ে নেমেছেন প্রার্থীরা। অনেকে প্রার্থীতা ঘোষনা করে ব্যানার-ফেষ্টুন করেছেন। যদিও প্রভাবশালী নেতারা নিজেদের প্রার্থীতা ঘোষনা থেকে নিরব রয়েছেন। এবার পদের লড়াইয়ে আছেন নারীও। জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত যুগ্ম সাধারণ সম্পাদক পদ চাইছেন।

 এডভোকেট নিশাত বলেন- এখন নারী-পুরুষ আলাদা কিছু নয়। আগে নারীরা পিছিয়ে ছিলো। এখনতো সেই অবস্থা নেই। প্রত্যেকটা নারীই অন্তত একটা পুরুষের সমান কাজ করার ক্ষমতা রাখে। স্বাভাবিক ভাবেই নারীদের এগিয়ে আসা উচিত। শুধু পুরুষ দিয়ে কমিটি হবে এটাতো ঠিক নয়। সেজন্যে আমি মনে করি এটা আমার অধিকার। তাছাড়া রাজনৈতিক কমিটি গুলোতে নারীদের একটি কোটা সংরক্ষণ করার জন্যে বলা হয়। আমাদের সভানেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা সবক্ষেত্রেই নারীদের সুযোগ দিচ্ছেন। তাই আমি আশাবাদী।
১৯৮৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন তাসলিমা সুলতানা খানম নিশাত। সেসময় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হয়ে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হওয়ার পর থেকে তৃনমুল পর্যায়ের নারীদের উৎসাহিত করে সংগঠনে যুক্ত করার মাধ্যমে জেলায় মহিলা আওয়ামীলীগকে সুসংগঠিত করার কাজ শুরু করেন। তৃনমুল অর্থাৎ ওয়ার্ড,ইউনিয়ন পর্যায়ে এবং ৯টি উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মহিলা আওয়ামীলীগের কমিটি করার মাধ্যমে জেলায় মহিলা আওয়ামীলীগকে শক্তিশালী সংগঠনে পরিনত করেছেন। তার নেতৃত্বে আকৃষ্ট হয়ে অনেক শিক্ষিত এবং কর্মজীবি নারী জেলায় মহিলা আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। কেন্দ্রীয় কর্মসূচীসহ দলের সকল কার্যক্রম,জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন সমূহে প্রচার-প্রচারনায় তার নেতৃত্বে জেলায় মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সক্রিয় অংশ গ্রহন রয়েছে। দীর্ঘ এই সময়ে নানা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন তাসলিমা সুলতানা খানম নিশাত। ২০০৪ সালে গ্রেনেড হামলার প্রতিবাদে রাজপথে আন্দোলন করতে গিয়ে তৎকালীন বিএনপি-জামায়েত জোট সরকারের রোষাণলে পড়েন। সেই সময় দ্রুত বিচার আইনে এডভোকেট নিশাতের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও আদালতে ২টি মামলা হয় (মামলা নম্বর ও তারিখ: দ্রুত বিচার আইন ৪(১)৫ধারা, তাং ২৫-০৮-২০০৪(১) এবং জিআর ৫২৮/০৪(২)জিআর ৫২৯/০৮)।  
দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের তত্ত্বাবধানে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আসেন নিশাতসহ মামলার অন্যান্য আসামী।

জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে জেলা আওয়ামীলীগের রাজনীতিতেও সক্রিয় অংশগ্রহন রয়েছে তার। আসন্ন জেলা আওয়ামী লীগ সম্মেলন-২০২২ কে সামনে রেখে  ইউনিয়ন এবং ওয়ার্ড সম্মেলন সফল ভাবে সম্পন্ন করার মাধ্যমে নিজের সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার প্রমান রেখেছেন। ২০১৪ সালের ৩১শে মার্চে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৭৫ হাজার ৫৫২ভোট পেয়ে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। আইনপেশায় নিযুক্ত নিশাত ব্রাহ্মণবাড়িয়ার অবহেলিত নারী ও প্রতিবন্ধিদের প্রিয় মুখ। পারিবারিক কলহে অসহায় নারীদের আইনী সহায়তা প্রদান, দরিদ্র নারীদের ভাগ্য পরিবর্তনে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সদরের সুিহলপুর ইউনিয়নের ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের জীবন বদলে দিতে তার গৃহীত পদক্ষেপ অনেক প্রশংসিত। প্রতিবন্ধীদের সেবায়ও দীর্ঘ সময় ধরে নিয়োজিত রয়েছেন এই নারী নেত্রী। সুইড বাংলাদেশ পরিচালিত আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল-এর প্রতিষ্ঠাকাল থেকে ১৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সুইড বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারন সম্পাদক। এছাড়াও তিনি ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন হুইল চেয়ার ক্রিকেট টিম,ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টিমের উপদেষ্টা। সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকার জন্যে ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। ১০ই ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ও সনদ প্রদান করা হয়। নারী উদ্যোক্তা হিসেবে ২০২০ সালের ৮ই মার্চ জাতীয়ভাবে ইংরেজী দৈনিক ‘দি বিজনেস ষ্ট্যান্ডার্ড’ প্রদত্ত ‘আনষ্ট্যাপেবল ওম্যান এওয়ার্ড’ লাভ করেন তিনি। নারী সাংবাদিকতায় “সালমা সোবহান ফেলোশীপ (ই-মিডিয়া ’ব্যাচ-২০০৭ অর্জন করেন তিনি। এছাড়া সাপ্তাহিক গতিপথ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নানা ক্ষেত্রে সাফল্যজনক কর্মকান্ডের জন্যে নিশাত বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।

শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ