ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচনে রাজাপুর ও কাঁঠালিয়ায় ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল
  • মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি:
  • ২০২৪-০৫-০৩ ০৮:৫৬:৩১
উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজাপুরে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (০২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে মিলন মাহমুদ বাচ্চু, আফরোজা আক্তার লাইজু, নজরুল ইসলামসহ ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। তবে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনোনয়নপত্র জমা দেননি এবং তিনি নির্বাচনে অংশ নিবেন না। ভাইস চেয়ারম্যান পদে চন্দ্র শেখর হালদার, নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল হাসান, জিয়াউল হক লালন, সোহেল আহমেদসহ ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার পুতুল, সুমনা পারভীন সুমি, ছালমা বেগম, হাফিজা বেগম, নাসরিন আক্তারসহ ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার কাঁঠালিয়া উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. আবদুল জলিল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, মো. মনিরুজ্জামান গোলদার, এডভোতেট মো. তরিকুল ইসলাম, গৌতম চন্দ্র মন্ডল, মো. রেজাউল করিম সাদ্দাম, সৈয়দ মাইনুল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, মোসাঃ সাহিদা আক্তার বিন্দু, মোসাঃ শাহানাজ বেগম, শেফালী বেগম, নাজমিন আক্তার তুলি মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী