দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ সালের মেয়াদী নির্বাচন বাতিল করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ৩০অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক মালেকা খায়রুন্নেছা স্বাক্ষরিত এক আদেশে উক্ত নির্দেশনা দেয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার স্মারক নং: ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০৯.৯২(অংশ-৫).৩৪৯ এর আদেশে বলা হয় এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা নং-১১/২০২১ এর প্রেক্ষিতে ২২/০৬/২০২২ তারিখের শুনানীঅন্তে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২০২১-২০২৩ মেয়াদী নির্বাচন বাতিল এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগের আদেশ/সুপারিশ প্রদান করেছে। তাই দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন অনুষ্ঠানের জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর কে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংগঠনের প্রশাসক নিয়োগ করা হলো।
প্রশাসককে বিধিমালা অনুযায়ী নির্বাচনের অন্তত: ৯০(নব্বই)দিন পূর্বে পরিচালনা পর্ষদ কর্তৃক ৩(তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ড এবং ৩(তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন আপীল বোর্ড গঠন করা, নির্বাচনের অন্তত: ৮০(আশি)দিন পূর্বে নির্বাচন বোর্ড কর্তৃক বিধিমালা অনুসরণ করে নির্বাচনী তফশীল প্রকাশ করা, সেইসাথে বর্ধিত মেয়াদের ১৫দিন পূর্বে পরবর্তী পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে। এর পাশাপাশি কার্যাবলীর নিয়মিত আপডেট বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালককে নিয়মিত অবহিত করতে হবে।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান (সাবিক) কে জিজ্ঞাসা করলে তিনি বলেন মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। দায়িত্ব কবে নেবেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।