ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রায়পুরায় ৩ সন্ত্রাসী গ্রেফতার
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১০-৩০ ০৯:১৮:২৬
নরসিংদীর রায়পুরায় ৬টি ওয়ান শুটার গান ১৩৮টি ককটেল ও শর্টগানের গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রায়পুরার মুছাপুর ইউনিয়নের তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৮টি ককটেল, ৬টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, শট গানের কার্তুজ ১১টি, ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও নগদ ৬,৫০০ টাকা উদ্ধার করা হয়। আজ বিকেলে নরসিংদী র‌্যাব-১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো রায়পুরাার তুলাতুলী গ্রামের মোঃ ইউনুছ মিয়া এর ছেলে মোঃ দুলাল ওরফে নুরুল হক (৪২), একই গ্রামের গিয়াস উদ্দিন এর ছেলে জুয়েল হোসেন (৩২), একই এলাকার মৃত বাচ্চু মিয়া এর ছেলে আমিনুল ইসলাম সুজন (৩২)। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, নরসিংদী জেলায় সংঘটিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র‌্যাব-১১ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানার তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় দুর্র্ধর্ষ অস্ত্রধারী ৩ সন্ত্রাসী গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৩৮টি ককটেল ৬টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ১১ টি শট গানের কার্তুজ, ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তারকৃতরা তাদের পলাতক ও সহযোগী আসামীগনের সমন্বয়ে রায়পুরা থানা এলাকাসহ আশপাশ এলাকায় অস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ত্রাসের সৃিষ্ট করে জনমনে ভীতি সঞ্চার করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধ করে আসছে। এবং রায়পুরার দুর্গম চরাঞ্চলে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য প্রস্তুত করে এবং নিজেরা ব্যবহারসহ অর্থের বিনিময়ে অন্যের নিকট সরবরাহ করে থাকে। সংঘবদ্ধ অপরাধী চক্রকে গ্রেফতারের নিমিত্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এরই প্রেক্ষিতে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে চকবাজার এলাকা হতে আলামতসহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব-১১। তাদের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ