স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
- সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
-
২০২২-১০-২৯ ০৭:৩৬:৫০
- Print
শালিসী বৈঠকে প্রকাশ্যে নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জিহাদকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২৯-শে অক্টোবর) সকালে উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল বাশার, ওমর সানী, সাদিয়া বেগম, স্কুল শিক্ষার্থী অন্তর, সিয়াম সহ আরো অনেকে। এসময় বক্তারা সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবী জানান।
বক্তারা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার সালিশের মাধ্যমে মীমাংসা করার আয়োজন করেন।
ওই সভায় প্রতিপক্ষ ইয়াসিন ও মোশারফ সহ তাদের ভাড়াটে লোকজন ধারালো অস্ত্র সস্ত্রসজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে নিরীহ স্কুল ছাত্র জিহাদকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক রয়েছে। অবিলম্বে অবিলম্বে বাকি আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তি দাবী করেন এলাকাবাসী।