মোবাইল ছিনতাই দেখে ফেলায় রূপগঞ্জে রিকশা চালককে কুপিয়ে হাতের রগ কর্তন
- সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
-
২০২২-১০-২৯ ০৭:৩৫:১৪
- Print
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ছিনতাইকালে দেখে ফেলায় জসিম মিয়া নামের এক রিকশা চালককে কুপিয়ে ডান হাতের রগ কর্তন করে দিয়েছে ছিনতাইকারী সদস্যরা।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত রিকশা চালক জসিম বরিশাল জেলার পিরোজপুর উপজেলার সাকারিকাটি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
আহত রিকশা চালক জসিম মিয়া জানান, গোলাকান্দাইল নতুন বাজার এলাকার প্রায় ১০ বছর যাবৎ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
গত শনিবার রাতে তার রিকশায় করে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি যাচ্ছিলেন। এ সময় যাত্রী দেলোয়ার হোসেনের কাছ থেকে নতুন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে রাজু ও মৃত খুদরত আলীর ছেলে মাসুদসহ অজ্ঞাত ৫/৬ জন জোরপূর্বক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
পরে বিষয়টি দেলোয়ার হোসেন স্থানীয় ইউপি সদস্য নাসির মিয়াকে জানালে তিনি গত সোমবার বিচার সালিশ করতে দেলোয়ার মিয়াসহ তাদেরকে ডাকেন। এসময় রিকশা চালক জসিম মিয়াকে জিগ্যেস করা হলে তিনি ছিনতাইয়ের ঘটনাটি দেখেছেন বলে জানান।
এরই জের ধরে গত শুক্রবার রাতে রিকশা গ্যারেজ থেকে ডেকে নিয়ে রাজু, মাসুদসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় তার ডান হাতের রগ কেটে যায়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ধরনের লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।