১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ ভোট পেয়ে কক্সবাজার জেলায় আলোচনা-সমালোচনার তুঙ্গে থাকা জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ অক্টোবর বেলা ১২ টার দিকে শহরের বাহারছড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন বড়ুয়া বলেন, ২০২২ খ্রিস্টাব্দে সংঘটিত একটি হত্যা প্রচেষ্টা মামলার এজাহারভূক্ত আসামী জগদীশ বড়ুয়া। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে বলেও জানান ইন্সপেক্টর সেলিম।