বাড়ছে চোখ ওঠা রোগ, ফার্মেসিগুলোতে ড্রপ সংকট
- মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
-
২০২২-১০-০৭ ০৯:০২:১৫
- Print
বরগুনার আমতলীতে ঘরে ঘরে বাড়ছে চোখ ওঠা রোগে আক্রান্তদের সংখ্যা। গত দুই সপ্তাহে এই রোগে আক্রান্ত হয়েছেন এ উপজেলার তিন থেকে চার হাজার বাসিন্দা। স্বাস্থ্য কমপ্লেক্সে চোখ ওঠা রোগীর সংখ্যাও দিনদিন বাড়ছে।
এদিকে চোখ ওঠা রোগের প্রকোপ দেখা দেওয়ায় উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে চোখের ড্রপের চাহিদা বেড়েছে। আলাপকালে ফার্মেসী মালিকরা জানান, গত কয়েকদিন ধরে ফার্মেসিতে প্রচুর চোখ ওঠা রোগী ভিড় করছেন। আক্রান্তের অধিকাংশই ড্রপ নিতে আসছেন। এই জাতীয় ওষুধ কম চলে। অনেক সময় দেখা যায় ফার্মেসীতে পরে থেকে মেয়াদ চলে যায়। এছাড়া সারা বাংলাদেশে একযোগে রোগটি দেখা দেয়ার কারণে সব ফার্মেসীর মালিকরা এক সঙ্গে অর্ডার করতে শুরু করায় সংকটের সৃষ্টি হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন খন্দকার বলেন, দ্রুত ছড়িয়ে পরেছে চোখ ওঠা রোগ। এ রোগ থেকে পরিত্রাণ পেতে হলে চোখে পানি না লাগানো, বারবার চোখে হাত না দেয়া, অসুখ হলে ঘর থেকে বের না হওয়া ও চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলাসহ নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে চললেই চোখ ওঠা রোগ থেকে দ্রুত রক্ষা পাওয়া যাবে।