ঢাকা বুধবার, মে ১, ২০২৪
নরসিংদীর পলাশে হত্যা মামলার বাদীর দোকানে হামলা ও ভয়ভীতি প্রদর্শন
  • নরসিংদী প্রতিনিধি:
  • ২০২২-১০-০৬ ১০:৫৪:১৮
নরসিংদীর পলাশে হত্যা মামলার বাদীর দোকানে হামলা ও ভয়ভীতি প্রদর্শন। পলাশ উপজেলা বাস স্ট্যান্ড মসজিদ সংলগ্ন জাকির মিয়ার দোকান থেকে, জাকির হোসেনকে তুলে নিয়ে কাউন্সিলর কার্যালয়ে মারপিটের অভিযোগ উঠেছে ২নং ওয়ার্ড কাউন্সিলর সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত ৩০/০৯/২০২২ইং তারিখে আনুমানিক রাত্র সাড়ে নয়টার দিকে পলাশ বাস স্ট্যান্ড মসজিদের দক্ষিণ পাশে জাকির হোসেনের ইলেকট্রিক দোকান থেকে সন্ত্রাসীরা দলবল নিয়ে তার দোকানে গিয়ে জাকির কে চুলের মুঠি ধরে জোরপূর্বক কাউন্সিলরের কার্যালযে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জাকির হোসেন তাদের সাথে যেতে অপারগত প্রকাশ করলে তাকে কিল, ঘুসি, লাথি মারতে থাকে। ও জাকির হোসেন কে মাললা তুলে নিয়ে আপোষের জন্য জোরপূর্বক চাপ দিতে থাকে, না হলে তাকে হত্যার হুমকি দেয় এক পর্যায়ে সন্ত্রাসীরা ও তার লোকজনের এলোপাথাড়ি আঘাতের কারণে জাকির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে এই ঘটনা দেখে বাসস্ট্যান্ড এলাকার লোকজন ছুটে আসলে জাকিরকে ফেলে তারা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ঘটনার খবর জাকির মিয়ার বাড়িতে পৌঁছলে পরিবারের লোকজন এসে জাকিরকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সুস্থ হয়ে জাকির মিয়া আবারো দোকানে আসলে সন্ত্রাসীদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার দোকানে হামলা করে ও কাউন্সিলর অফিসে তুলে নিয়ে বেধর্ম মারপিট করে বলে অভিযোগ জানায় জাকির হোসেন। নিরুপায় হয়ে জাকির হোসেন গত ০৩/১০/২০২২ ইং তারিখ পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ থেকে জানা যায় জাকির হোসেনের ছেলে মাহিম হাসান নিরব পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন স্কুল শেষে বাবার প্রতিষ্ঠান ইলেকট্রিক দোকানে বাবাকে সহযোগিতা করত ঘটনার দিন বাসা থেকে বের হয়ে দোকানের উদ্দেশ্যে যাওয়ার পথে পলাশ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বেপরোয় দ্রæতগামী একটি সিএনজি ও কাউন্সিলর অফিস সংলগ্ন দাঁড়িয়ে থাকা ট্রাকের মাঝামাঝি ২ গাড়ির চাপায় ঘটনাস্থলে গুরুতর জখম হয়, ঘাতক সিএনজি চালক, সিএনজি নিয়ে দ্রæতগতিতে মাহিমকে আহত অবস্থায় ফেরে চলে যায়। দুর্ঘটনার খবর অতি দ্রæত জাকির হোসেন দোকানে পৌঁছলে তার বাবাও পরিবারের লোকজন মাহিমকে উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ ও বিভিন্ন হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিম হাসান নিরবের মৃত্যু হয়। ছেলের সুখে কাতর হয়ে কোথাও সুবিচার না পেয়ে নরসিংদী বিজ্ঞ আমলি আদালতে একটি সিআর মামলা করেন যাহার নম্বর ৪৪৫২২/২০২২ সারক নং- ৫২২ এবং উক্ত মামলায় ঘাতক ট্রাকটির নাম্বর উল্লেখ করা হয়। ঘাতক ট্রাক টির নাম্বর উল্লেখ করার ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে লোকজন দিয়ে ধরে এনে তাকে অফিসে মারপিট করেছেন বলে মাললার বাদী জাকির হোসেন জানান। মামলার বাদিকে তুলে নিয়ে মারপিটের ঘটনার বিষয় স্থানীয় কাউন্সিলরের মুঠোফোনে ফোন দিয়ে ঘটনার বিষয়ে জনতে চাইলে তিনি জানান এরকম কোন ঘটনা তার অফিসে ঘটেনি তাকে শুধু জিজ্ঞাসাবাদের জন্য ধরে আনা হয়েছিল। এ বিষয়টি নিয়ে মামলার তদন্ত দায়িত্বে থাকা এসআই আরিফ এর সাথে আলাপ করলে জানা যায় যে মাললা তদন্ত চলমান সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট প্রদান করা হবে কারো কোন পক্ষপাতিত্ব করা হবে না। এ বিষয়টি নিযে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইলিয়াসের সাথে আলাপ করলে তিনি জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমরা শুনেছি আপনাদের মাধ্যমে তবে তার বাড়িতে যাতে সে নিরাপদে থাকতে পারে আমরা আইনগত ব্যবস্থা নিব।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ