আমতলীতে পিতাকে কুপিয়ে জখম
- মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
-
২০২২-১০-০৬ ১০:৩৭:৫৪
- Print
০৬ অক্টোবর (বৃহস্পতিবার) বরগুনার আমতলীতে সকাল ০৮ টার দিকে আমতলী পৌর শহরের ০১ ওয়ার্ডের ওয়াপদা সড়ক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে বিশ্বজিৎ হাওলাদার (২৬) তার পিতা রনজিৎ হাওলাদারকে(৫৬) কুপিয়ে মারাত্মকভাবে জখম করায় রনজিৎ হাওলাদার বাদী হয়ে ছেলে বিশ্বজিৎ হাওলাদার (২৬) ও তার মা অনিমা রানী'র বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় লোকজন জানান রনজিৎ হাওলাদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তারা।
আহত পিতা রনজিত হাওলাদার জানান, গত দূর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা হতে পাশের বাড়ি আনসার পুলিশ সদস্যরা আসে। তখন পাশের বাড়ি ফ্যান না থাকায় আমার বাড়ি থেকে একটি সিলিং ফ্যান তাদেরকে দেই। আমি অসুস্থ থাকায় (০৬ অক্টোবর) উক্ত ফ্যান আনতে বিলম্ব হলে আমার ছেলে বিশ্বজিৎ আমার উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে ও রক্তাক্ত জখম করে। লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে বিশ্বজিৎ দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ছেলেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।