ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
আশুলিয়ায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান
  • জসিম উদ্দিন বিজয়, সাভার
  • ২০২২-১০-০৪ ১১:৩৯:২৫
সাভারের আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অবৈধভাবে দেওয়া তিতাস গ্যাসের প্রায় ৬ শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষ। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার, চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এর আগেও একই স্থানে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছিল তারা। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার দূর্গাপুর আলতাফনগর এলাকায় সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম এ অভিযান চালান। সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত দূর্গাপুর ও সদরপুর এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ২ কিলোমিটার জায়গায় ৬ থেকে ৭ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় তিতাস গ্যাসের কর্মকর্তা ও আইনশৃংখলা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস