ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
আমতলীতে উৎসবমুখোর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় উৎসব
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২২-১০-০৩ ১১:৪৭:৩৪
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় মোট ২৬টি পূজা মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছ। সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটি। গত ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪টি ও তালতলী উপজেলার ৭টি ইউনিয়নে ১২টি পূজামণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে আমতলী থানা পুলিশ। পুজা উদযাপন উপলক্ষে আমতলী পৌরসভা না উদ্দ্যোগ নিয়েছে। সার্বজনীন এই দুর্গাৎসব মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে বিসর্জন মধ্য দিয়ে শেষ হবে এ বছরের সার্বজনীন এই পূজা। দূর্গা উৎসবে সকলের মনে সাম্প্রদায়িক সম্প্রতি ফিরে আসুক এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত