আমতলীতে উৎসবমুখোর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় উৎসব
মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা ||
২০২২-১০-০৩ ১১:৪৭:৩৪
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় মোট ২৬টি পূজা মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছ। সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটি। গত ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪টি ও তালতলী উপজেলার ৭টি ইউনিয়নে ১২টি পূজামণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে আমতলী থানা পুলিশ।
পুজা উদযাপন উপলক্ষে আমতলী পৌরসভা না উদ্দ্যোগ নিয়েছে। সার্বজনীন এই দুর্গাৎসব মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে বিসর্জন মধ্য দিয়ে শেষ হবে এ বছরের সার্বজনীন এই পূজা। দূর্গা উৎসবে সকলের মনে সাম্প্রদায়িক সম্প্রতি ফিরে আসুক এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com