সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-১০-০১ ১০:৪১:৫০
- Print
ভুল চিকিৎসার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডাক্তারের হাতে নাজেহাল এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানীর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে 'সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী'র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আশরাফ খান আশা,জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার, ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক রতন আহমেদ, সাংবাদিক হালিমা খানম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিদনী ইসলাম, শ্রমিক লীগে সহ-সভাপতি দুলাল মিয়া,ভুক্তভোগী রোগীর ছোট ভাই তৌফিক, যুবলীগ নেতা এহতেশাম চৌধুরী জনি ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভুল চিকিৎসার অভিযোগ পেয়ে ট্রমা হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসরত জেলা সদর হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহসানের কাছে যান সাংবাদিক আসাদুজ্জামান আসাদ। চিকিৎসকের অনুমতি নিয়ে মোবাইলে তার ভিডিও রেকর্ড করার সময় চিকিৎসক ফয়সাল সাংবাদিকের মুঠোফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় সাংবাদিক আসাদ ও ভুক্তভোগী রোগী সিভিল সার্জনের কাছে এবং থানায় ৩টি অভিযোগ দেন। কিন্তু এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিয়ে নিরব থাকেন। উল্টো ডাক্তার ফয়সাল ও ট্রমা হাসপাতাল থেকে সাংবাদিক আসাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বক্তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং চিকিৎসক ফয়সালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।