দিনাজপুরে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২২-১০-০১ ০৬:৪০:৪২
- Print
দিনাজপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সাত দফা আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এ কে এম ইলিয়াস মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রমজান আলী শাহ, জেসমিন
আক্তার প্রমুখ।
প্রধান অতিথি এ কে এম ইলিয়াস মাহমুদ বলেন কর্মচারীদের বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১১ থেকে ২০ গ্রেড কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা প্রদান। টাইম স্কেল সিলেকশন পূর্ণবহাল, সচিবালয়ের ন্যায় পথ পদবী এবং অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়নসহ ৭ দফা আদায়ের জন্য আন্দোলন করে আসছি। এই দাবি যোক্তিক বলে আমরা মনে করি। কারণ একই দেশে দুই রকম বৈষম্য থাকতে পারে না। তৎকালীন পাকিস্তান আমলেও এই বৈষম্য থাকার কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর এখনো যদি স্বাধীনতার ৫০ বছর পর একই দেশের কর্মচারীদের কেন ভাতা বৈষম্য থাকবে । তাই আমরা যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী এই বিষয়টি সুনজরে নিয়ে এসে কর্মচারীদের বেতন ভাতা সমান বা সম বন্টন করা হবে।