ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নরসিংদীর মানবিক ডাঃ ইফতেখার ইসলাম দিপুর দুটি কথা
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৯-২৮ ০৭:৩৬:৪৮
নরসিংদীর জনপ্রিয় ও মানবিক ডা: ইফতেখার ইসলাম দিপু । নাক, কান ও গলা রোগ বিভাগে প্রায় ২০ (বিশ) বৎসর যাবৎ সুনামের সাথে কাজ করছি এবং আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে প্রায় ৫০০০ এর অধিক অপারেশন অতি সফলতা ও দক্ষতার সাথে কাজ করেছি। আমার এই দীর্ঘ প্র্যাকটিস কালে রোগীদের সেবায় যদি কেহ একটি বা কোন রোগীর বিন্দুমাত্র কোন ক্ষতি/ভুল/অবহেলার প্রমান দেখাতে পারে তাহলে আমি এই পেশা হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করিব ও যে কোন শাস্তি গ্রহনে বাধ্য থাকিব। উল্লেখ্য গত সম্প্রীতি রোগীর ভূল চিকিৎসায় একজন রোগী মারা গেছে একটি খবর প্রচার হয়েছে খবরটি সত্য নয় কিংবা এতে আমার কোন সম্পর্ক নাই। এই অপারেশনটিতে অপারেশন জনিত কোন রুপ জটিলতা/ভূল বা কোন রকম রক্তক্ষরন ছিল না। মূলত রোগীটির জ্ঞান ফিরানোর জটিলতায় রোগীটিকে অন্যত্র স্থানান্তর করা হয় যার সাথে আমার কোন যোগসূত্র নাই কারন জ্ঞান ফিরানোর দায়িত্ব আমার নয় অন্য ডাক্তারের কাজ। অতএব সম্মানিত সকল সাংবাদিক ভাইদের নিকট বিনীত প্রার্থনা সঠিক তথ্য জেনে সংবাদ প্রকাশ করবেন।আপনাদের একটি ভুল তথ্যের জন্য একজনের জীবনের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। উক্ত ঘটনার প্রকৃত তথ্য হলো একটি অপারেশন এ তিনজন ডাক্তার থাকেন। একজন অজ্ঞান করেন, আরেকজন অপারেশন করেন এবং অপরজন থাকেন এসিস্ট্যান্ট হিসেবে। অপারেশনে রগ কাটা গেছে নামক কোন দূর্ঘটনা প্রকৃত পক্ষে সম্ভব নয়, আর এ রকম কোন টার্ম মেডিকেল শাস্ত্রে নাই। ছুরি/কাচি বা ধারালো জিনিস দিয়ে একমাত্র রগ কাটা যায় যা মূলত অপারেশনের সময় ঘটে না। কারন মূল নালী/রগগুলো গঠন/প্রকৃতগত ভাবে এমনভাবে থাকে যাতে ছিড়ে না যায়। এ যাবৎ কালে অপারেশনের কারনে রগ ছিড়ে গেছে এ ইতিহাস অদ্যবধি হয় না। মূলত রোগীটির অজ্ঞানের ডাক্তার তার জ্ঞান ফিরাতে না পেরে তাকে অন্যত্র পাঠায় যার সাথে সার্জনের কোন সম্পর্ক নাই।অর্থাৎ এই দুর্ঘনায় আমার কোন সম্পর্ক নাই। সকালের প্রতি সহযোগিতা কামনা করছি।
Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’