ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বাবা ছেলেকে কান ধরিয়ে উঠবস, টাকা নিয়েও ভিডিও ফাঁস
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-০৯-১৯ ১২:৫৪:৪৪
বাল্যবিয়ের অভিযোগ তুলে সম্ভব্য বর ও তার বাবাকে প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করার ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে রাকিবুল হাসান আশরাফী সোহেল নামে একজনের বিরুদ্ধে। সম্মানহানীর এ ঘটনার বিচার চেয়ে রোববার(১৮ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফজলুল হক। অভিযুক্ত রাকিবুল হাসান আশরাফী সোহেল(৪২) পাটগ্রাম উপজেলার সরকারেরহাট এলাকার মৃত নুরুল হক আশরাফীর ছেলে। ভুক্তভোগী ফজলুল হক একই উপজেলার বাউরা ইউনিয়নের হোসেনবাদ এলাকার মৃত নুর ইসলামের ছেলে। অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ফজরুল হকের ছেলে ফরিদুল ইসলামের সাথে একই উপজেলার সরকারেরহাট এলাকার আজিজুল ইসলাম অলির মেয়ের বিবাহের কথাবার্তা ১৬ সেপ্টেম্বর চুড়ান্ত হয়। ওই দিন বয়সে কণে অপ্রাপ্ত হওয়ায় পরবর্তিতে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে হবে মর্মে দুই পরিবারের আলোচনা চুড়ান্ত হয়। এদিকে বাল্যবিয়ে হচ্ছে এমন খবর শুনে স্থানীয় সরকারেরহাট এলাকার রাকিবুল হাসান আশরাফী সোহেল ওই কণের বাড়িতে গিয়ে বরসহ তাদের সকলকে আটক করেন। বাল্যবিয়ে ও যৌতুক নিবে না দিবে বলে বরপক্ষকে শপথ করান। এ সময় বর বরের বাবা ও ঘটককে কান ধরিয়ে উঠবস করান সোহেল। তাদের কান ধরিয়ে উঠবস করার দৃশ্য নিজে ভিডিও করেন সোহেল। তাদের কান করিয়ে উঠবস করার ভিডিও ছড়িয়ে দিবেন বলে হুমকী দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন সোহেল। সম্মান বাঁচাতে পরদিন ১৭ সেপ্টেম্বর সোহেলকে বাধ্য হয়ে ৩০ হাজার টাকা দেন বরের বাবা। টাকা নেয়ার পর ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন রাকিবুল হাসান আশরাফী সোহেল। যা নেট দুনিয়ায় মুহুর্তে ভাইরাল হয়। এ ঘটনায় বিচার চেয়ে রোববার(১৮ সেপ্টেম্বর) রাতে রাকিবুল হাসান আশরাফী সোহেলকে অভিযুক্ত করে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বরের বাবা ফজলুল হক। বাদি ফজলুল হক বলেন, ক্ষমতার জোরে আমাদেরকে আটক করে সোহেল অনেক গালমন্দ করেছে।এক পর্যয়ে সবার সামনে বাবা ছেলেকে কান ধরিয়ে উঠবস করিয়েছে। যা ভিডিও করে ভাইরাল করেছে। সবাই ভিডিও দেখে আমাদেরকে বাজে কথা বলতেছে। লজ্বায় বাবা ছেলে আত্নহত্যা করতে চেয়েছিলাম। বাধ্য হয়ে থানায় বিচার দিয়েছি। বিচার না পেলে আত্নহত্যা করব। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পেয়েছি।তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ