ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
টাঙ্গাইলে পুস্পা স্টাইলে অবৈধ মেহগনি কাঠ উদ্ধার আটক ১
  • তুহিন খান, টাঙ্গাইল
  • ২০২২-০৯-১২ ০৬:০১:৩২
টাঙ্গাইলে প্রায় ৪ লাখ টাকা মূল্যের মেহগনির কাঠ উদ্ধার ও একজনকে আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ। গতকাল রাত ১১ টার দিকে টাঙ্গাইল করটিয়া বন বিভাগের চেক পোস্টের স্টেশন কর্মকর্তা সোলাইমান মিয়ার নেতৃত্বে সদর উপজেলার রাবনা থেকে ঘারিন্দা পর্যন্ত মটর সাইকেল যোগে তাদের পিছু নিয়ে ঘারিন্দা এলাকা থেকে কাঠ গুলি উদ্ধার করা হয়। আটক কৃত ট্রাকের ড্রাইভার ধনবাড়ি উপজেলার নলহড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ লাখী। দূর্বৃত্তরা পাচারের উদ্দেশ্যে কাঠ গুলি ট্রাকের উপর ত্রিপল দিয়ে লুকিয়ে রেখেছিল। এ সময় স্থানীয় বিট কর্ম-কর্তা সন্দেহ জনক ভাবে পিছু নেয় । এ ব্যাপারে টাঙ্গাইল সদর করটিয়া পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সোলাইমান মিয়া বলেন, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী জামালপুর থেকে ঢাকা উত্তরার আজমপুরে যাওয়ার সময় সন্দেহ হলে তাদের পিছু নেই। সংরক্ষিত মেহগনি কাঠ কেটে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২৬৬ ঘনফুট যার মূল্য প্রায় ৪ লাখ টাকা। কাঠ জব্দ করে বন আইনে মামলা করা হয়েছে। এসময় ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস