সাভারে নাশকতাসহ ১১মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার
- জসিম উদ্দিন বিজয়, সাভার
-
২০২২-০৯-০৫ ১৪:১১:১৭
- Print
সাভারে নাশকতাসহ নানা অভিযোগে ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জামায়াত নেতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেনকে (৫০) গ্রেপ্তার করে আদলাতের মাধ্যমে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার দিবাগত রাতে গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাকে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।
ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সাভারের রাজশন এলাকার মৃত আব্দুল ওহাব আলীর ছেলে।
কাজী মাইনুল ইসলাম জানান, গত রোববার দিবাগত রাতে সাভারের জামসিং এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ নানা অভিযোগে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জামায়াত নেতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।