ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
বস্তিতে বসবাসরত শিশুদের জীবন সংগ্রাম
  • জোবায়ের আহমেদ অর্ণব:
  • ২০২২-০৮-৩০ ১২:৩২:০১

কড়াইল বস্তিতে বসবাসরত নুসরাত (১০ বছর) হাতে বই নিয়ে নোংরা খাল পাড় হচ্ছে এবং তার বান্ধুবি সেই খালের পাশে দাঁড়িয়ে আছে।

বিশাল সংখ্যক মানুষ গ্রাম থেকে এসে শহরে বসতি তৈরী করে যার ফলশ্রুতিতে গড়ে উঠছে অসংখ্য বস্তি। ঢাকা শহরে প্রায় ৫০০০ বস্তি রয়েছে যেখানে প্রায় ৫ মিলিয়নের মতো মানুষ বসবাস করছে। পড়ালেখা করার সুযোগ না পাওয়া,  অস্বাস্থ্য জীবনযাপন, পুষ্টিহীনতায় ভোগা, বাল্যবিবাহ, শিশুশ্রম ইত্যাদি যেন নিত্যদিনের অবস্থা। বায়ু এবং পানি দূষণের কারণে তারা বিভিন্ন ধরনের রোগে প্রতিনিয়ত আক্রান্ত থাকে। বিশেষ করে মেয়ে শিশু ও নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে এই ঘনবসতি বস্তিগুলোতে।

 

তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ