ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ইন্টারচেঞ্জের ভূমি ও স্থাপনার ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৮-৩০ ০৭:১৩:৫২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল গোলচত্বরে ইন্টারচেঞ্জ স্থাপন প্রকল্পে ভূমি ও স্থাপনা মালিকদের ন্যায্য মুল্যের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ক্ষতিগ্রস্ত ভুমি মালিকেরা। মঙ্গলবার বেলা ১২ টার সময় উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে শত শত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা এ-বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয়। প্রতিবাদ সভায় হাটিকুমরুল গোলচত্ত্বরের অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমি স্থাপনা মালিক স্বার্থ রক্ষা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সাত্তার সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক,মিজানুর রহমান বিএসসি,এম এ আল বাকী,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল,সলঙ্গা থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত,হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রওশন সরকার। সভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার নিকট হাটিকুমরুল ইন্টারচেঞ্জ বানিজ্যিক ও শিল্প এলাকায় অধিগ্রহনের ন্যায্য মূল্য প্রাপ্তি ও দোকান কর্মচারীদের সঠিক ক্ষতিপূরনের দাবী জানানো হয়।
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু