ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
চা শ্রমিকদের ৩০০টাকা মজুরির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৮-২৭ ০৫:৪১:৫৯
ব্রাহ্মণবাড়িয়া চা শ্রমিকদের ৩০০টাকা মজুরির ন্যায্য দাবী ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পাটি ব্রাহ্মণবাড়িয়া জেলা। শনিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধটি অনুষ্ঠিত হয়। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সায়ীদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মো: নাসির, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শামসুল আলম, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, চা শ্রমিকদের ৩০০টাকা মজুরি মানতে হবে। তা না হলে শ্রমিকদের সাথে মিলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ