ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৮-১৮ ০৮:১৭:১৭
দিনাজপুরের ডিমের হঠাৎ করেই বাজার মূল্য ঊর্ধ্বগতি রোধে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে চার ডিম ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ভোক্তা অধিকার জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম রুমি এই অভিযান পরিচালনা করেন। দিনাজপুর শহরের বাহাদুর বাজারের কয়েক দিন ধরে ডিম ব্যবসায়ীরা ইচ্ছামত ডিমের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিম ব্যবসায়ীদের দোকানে অভিযান পরিচালনা করেন এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনায় ডিমের নির্ধারিত মূল্য তালিকা না থাকার অভিযোগে চারজন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থ জরিমানা করেন। সেই সাথে প্রতিটি ডিম ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করেন এবং ব্যবসায়ীদেরকে সহনশীল পর্যায়ে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা অবদান করে। এছাড়াও সকল ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা টাঙ্গানোর জন্য টানিয়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি দিনাজপুরের বাজারে খুচরা মুরগির বাজারে অভিযান পরিচালনা করে এ সময় মুরগি ব্যবসায়ীদের কে নির্ধারিত মূল্য তালিকা তৈরি টানিয়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করেন ও সঠিক ওজন প্রদান করা সহ বেশ কিছু নির্দেশনা প্রদান করেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কেন্দ্রীয় অফিস থেকে নির্দেশনা প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বেশ কিছু ডিম ব্যবসায়ীদের দোকান মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় চারজন ডিম ব্যবসায়ীকে অর্থ জরিমানা সহ সতর্ক প্রদান করা হয়েছে। এছাড়াও মুরগির ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা দোকানের সামনে মূল্য তালিকা টানিয়ে রাখা এবং ওজনের সঠিক পরিমাপ প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
সড়ক-মহাসড়কে যানবাহন থেকে চাঁদা উত্তোলন, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১১
শিশু শ্রমিককে বলাৎকারের অভিযোগে রেস্তোরাঁ মালিক রফিককে গ্রেফতার করেছে পুলিশ
নলছিটিতে এক কেজি গাঁজাসহ যুবক আটক
সর্বশেষ সংবাদ