ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
পলাশ ঘোড়াশালে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৮-১৬ ০৭:০১:৪২
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদেশ ফেরত এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ভবনের রেলিং ভেঙে ঘরে প্রবেশ করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (১৬ আগষ্ট) রাত সাড়ে তিনটার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যোর পাড়া গ্রামের প্রবাসী কামাল সারোয়ারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুতলা ভবনের রেলিং ভেঙে ৪ থেকে ৫ জন মুখোশদারী লোক ঘরে প্রবেশ করে। পরে একে একে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি খুলে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে নেয়। এ ঘটনায় সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস