ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ফরিদপুরে নিত্যপন্য দ্রব্যে দাম নিয়ন্ত্রনে রাখতে ভোক্তা অধিকারের অভিযান
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০৮-১১ ০৬:৪৪:৩০
দেশব্যাপী জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির অযুহাতে ফরিদপুরে নিত্যপন্যের দাম উর্দ্ধোমূখী হওয়ায় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহা পরিচালকের অর্পিত ক্ষমতা বলে এবং জেলা প্রশাসকের সার্বিক সহযোগীতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার এলাকায় বিভিন্ন চাউলের দোকান ও মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোতলজাত সয়াবিন তেলের দাম ধার্যকৃত মূল্য থেকে বেশি মূল্যে ভোক্তাদের কাছ থেকে গ্রহন করা ও নিত্যপন্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করা এবং চাউল বিক্রির রশিদ না দেয়ার অপরাধে মেসার্স বিশ্বাস টেডার্স,মেসার্স অধিকারী টেডার্স. ও মেসার্স বৈদ্যনাথ সাহা এন্ড ব্রাদারর্সকে ১৮হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।এছাড়াও লিখিত অভিযোগ নিস্পত্তিতে ২টি হোটেলকে ১০হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২ অভিযোগ কারীকে জরিমানার ২৫% হিসেবে মোট ২৫০০টাকা প্রদান করা হয়। অভিযান পরিচালনা কালে কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র বিপনন কর্মকর্তা মো: শাহাদত হোসেন, জেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত ছিলেন। এসময় প্রতিটি দোকান মালিককে বেশি দামে পন্য বিক্রি না করার পরামর্শ প্রদানসহও সতর্কতা করা হয়।
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু