ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
ভাড়া নিযে বাকবিতন্ডা, রাঙ্গামাটিতে অটোরিক্সা চলাচল বন্ধ
  • পলাশ চাকমা, রাঙামাটি
  • ২০২২-০৮-০৬ ০৯:২২:০৪
রাঙ্গামাটি শহরে একমাত্র গণপরিবহণ অটোরিক্সা। হঠাৎ তেলের দাম বেড়ে যাওয়ায় শনিবার সকালে রাঙ্গামাটিতে ভাড়া নিয়ে অটোরিক্সা চালকদের সাথে যাত্রীদের দফায় দফায় বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর থেকে রাঙ্গামাটি শহরে অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, তেলের দাম বৃদ্ধির কারণে কোন প্রকার ঘোষণা ছাড়া রাঙ্গামাটি শহরে একমাত্র গণপরিবহণ অটোরিক্সা বন্ধ রয়েছে। এতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অটোরিক্সা বন্ধ থাকায় কেউ কেউ পায়ে হেঁটে এবং কেউ কেউ মোটর সাইকেলে তাদের গন্তব্য স্থানে পৌছাছে। কলেজ গেইট থেকে বনরূপা আসা যাত্রী সুমন জানান, সকালে পারিবারিক কাজে বনরূপা আসার জন্য বের হলে অটোরিক্সার চালকগণ ১২ টাকার ভাড়া ৩০ টাকা করে নেয়। তেলের দাম বেড়েছে ঠিক আছে। কিন্তু এত বেশি ভাড়া নেব কেন? রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, তেলের দাম বেড়ে যাওয়ায় সকালে রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এবং রিজার্ভ বাজার এলাকায় ভাড়া নিয়ে চালক এবং যাত্রীদের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর থেকে অটোরিক্সা বন্ধ রাখা হয়েছে। যদি প্রশাসন নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে না দেয়,তাহলে আমরা অটোরিক্সা চালাবো না । রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রবিবার সকাল ১১টায় মিটিং করা হবে। প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রজ্ঞাপন এলেই ভাড়া নির্ধারণ করা হবে।
তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ