ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
এক ঘন্টা পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুরে আটক করে রাখার পর ছেড়ে দিল আন্দোলনকারীরা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৮-০৪ ০৭:০২:০৬
দিনাজপুরে রেলওয়ে নিরাপত্তা কর্মীকে পিঠিয়ে আহত করার ঘটনায় থানা পুলিশ মামলা গ্রহণ না প্রতিবাদস্বরূপ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আটক করে বিক্ষোভ করেছে নিরাপত্তা কর্মীরা। পরে রেলওয় ম্যানেজার লালমনিরহাট নূর মোহাম্মদের আশ্বস্তে এক ঘন্টা দশ মিনিট পর ট্রেনটি আন্দোলন কারীরা কর্মসূচি স্থগিত করায় ট্রেন ছেড়ে চলে যায়। আজ বৃহস্পতিবার দুপুর ২:২৫ মিনিট থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশন প্লাটফর্মে ৩ঃ৩৫ মিনিট অবস্থান করার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। এর আগে পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর প্ল্যাটফর্মে পৌঁছলে দিনাজপুরের নিরাপত্তা কর্মীরা একত্রিত হয়ে রেললাইনের উপর শুয়েপড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তির পড়ে যায়। আন্দোলনকারী নিরাপত্তা কর্মী রিপন বলেন, ট্রেনের টিকিট চেকিং করাকে কেন্দ্র করে গতকাল বুধবার পৌনে ছয়টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তরের কয়েকজন ইন্সপেক্টর অযাচিতভাবে দিনাজপুর রেলওয়ে নিরাপত্তা কর্মীদের উপর লাঠিচার্জ করে মারাত্মকভাবে আহত করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এই ঘটনায় গতকাল সন্ধ্যায় থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার পর তা গ্রহণ না করায় আজকে এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে। রেলওয়ে ম্যানেজার নূর মোহাম্মদ আমাদেরকে মামলা গ্রহণের আশ্বস্ত প্রদান করায় এই কর্মসূচী স্থগিত করা হয়েছে। রেলওয়ে ম্যানেজার লালমনিরহাট নূর মোহাম্মদ বলেন গতকালকে ট্রেনের টিকিট চেকিং করা কি নিয়ে রেলওয়ে নিরাপত্তা কর্মীদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার করে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় মামলা দিতে একটু দেরি হয়েছে। এতে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আটক করে এক ঘন্টা দশ মিনিট পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখে পরে তাদেরকে বুঝাতে পেরে পড়ে ট্রেনটি ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য ট্রেনের টিকিট চেকিং কে কেন্দ্র করে গতকাল বুধবার দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিরাপত্তা কর্মীদের এটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন নিরাপত্তা কর্মীর মাথা ফেটে যায় আরো দুজনের নিরাপত্তা কর্মীর পোশাক সহ ছিড়ে আহত হয়।
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু