অণ্ডকোষ কাটলেন দুই সন্তানের বাবা
- সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
-
২০২২-০৭-৩১ ০৬:১৫:৫৬
- Print
সিরাজগঞ্জের তাড়াশে নিজের পুরুষাঙ্গের অণ্ডকোষ কেটে ফেলেছেন আব্দুল মজিদ (৪৫) নামের দুই সস্তানের জনক। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল মজিদ সান্দ্রা গ্রামের হাজী খোরশেদ আলমের ছেলে ও দুই সন্তানের জনক। তবে কি কারণে অণ্ডকোষ কাটলেন তা কেউ বলতে পারেননি।
রোববার (৩১ জুলাই) সকালে বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল হক জানান, আব্দুল মজিদ রাতের খাবার খেয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাত ২টার দিকে তার কাতরানোর শব্দে পাশে শুয়ে থাকা তার স্ত্রী জেগে উঠে রক্ত দেখে। এ সময় পাশে একটি দা পড়ে ছিল। সেই দা দিয়ে তার পুরুষাঙ্গের একটি অণ্ডকোষ কেটে ফেলেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেননি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।