ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
চরফ্যাশনে ভেসে আসা জাহাজের তথ্য মিলেছে
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২২-০৭-১৬ ০৭:৫৮:৫৯
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্নদ্বীপ চরনিজামের বঙ্গোপসাগর মোহনায় ভেসে আসা জনমানবহীন বিদেশি জাহাজের বার্জের তথ্য পাওয়া গেছে। বৈরী আবহাওয়ার কারণে "এ এম অ্যাকুয়ার্ড" নামে জাহাজ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে ভেসে আসে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বাজর্টি ভারত থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের চলমান কাজের জন্য আসার পথে বৈরী আবহাওয়ায় বিচ্ছিন্ন হয়। তিনি আরও জানান, শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা বার্জটির কাগজপত্র ও খোঁজ খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। বার্জটিতে একটি এক্সকোভটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন ও ১৩ হাজার মেট্রিক টন পাথর রয়েছে। বার্জটি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের চরমানিকা কোষ্টগার্ড সদস্যরা নিরাপত্তায় রেখেছে। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরে একটি জাহাজ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার আল নোমানকে অবহিত করেন। স্থানীয়রা আরো জানান, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। জাহাজটিতে পাথরবোঝাই। একটি ভেকু মেশিন, পাথর ভাঙার মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল নোমান, জাহাজটির ব্যাপারে খোঁজ পাওয়া গেছে মালিক পক্ষ উদ্বারের ব্যাবস্থা করে নিয়ে যেতে বিলম্ভ হচ্ছে।
Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’