হাতীবান্ধায় পানিবন্দি পরিবারের মাঝে চাউলের পাশাপাশি শিশু ও গো-খাদ্য বিতরণ
- আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
-
২০২২-০৭-০৩ ১০:৫৩:৫৭
- Print
লালমনিরহাটের হাতীবান্ধায় ৩য় পর্যায়ে ত্রাণ পেল ৫ হাজার পানিবন্দি পরিবার। গত শনিবার (০২ জুলাই) থেকে উপজেলার ৯ টি ইউনিয়নে উক্ত ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এ নিয়ে ৩ দফায় ১৯৩ মে.টন চাউলের পাশাপাশি শিশু ও গো-খাদ্য বিতরণ করা হচ্ছে।
পাটিকাপাড়া ইউনিয়নে উক্ত ত্রাণ বিতরণ করেন ওই ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুল আলম সাদাত ও ডাউয়াবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমান। এছাড়া বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী, সিন্দুর্না ও টংভাঙ্গা ইউনিয়নেও উক্ত ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত বলেন, তিস্তা তীরবর্তী লোকজন পানিবন্দি হওয়ার সাথে সাথেই ত্রাণ বিতরণ চলছে। শেখ হাসিনার বাংলাদেশে একটি লোকও না খেয়ে থাকবে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, ৩ ধাপে এ উপজেলায় ১৯৩ মে.টন চাল বিতরণ করা হলো। পাশাপাশি শিশু ও গো-খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে।